Wellcome to National Portal
বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ এপ্রিল ২০২৫

ইতিহাস

ট্রাস্ট এর পরিচিতিঃ

 

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সম্মানজনক বৃত্তি যা বাংলাদেশী গবেষকদের দেশে ও বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার সুযোগ সৃষ্টি করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান হিসেবে ২০১৬ সালে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট গঠন করা হয়। বর্তমান সরকারের বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব এবং জনবান্ধব ও বিচক্ষণ  দিকনির্দেশনার আলোকে “বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট” কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিশেষায়িত যোগ্যতাসম্পন্ন প্রযুক্তিবিদ ও গবেষক তৈরীর লক্ষ্যে দেশে-বিদেশে খ্যাতনামা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে এমএস, পিএইচডি ও পোস্ট ডক্টরাল পর্যায়ে অধ্যয়নের জন্য ফেলোশিপ প্রদান করা হয়। ফেলোগণের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োগের মাধ্যমে সোনার বাংলার বাস্তবায়ন, বিজ্ঞানমনস্ক জাতিগঠন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও দেশের সার্বিক উন্নয়নে অত্র ট্রাস্ট অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। ইতোপূর্বে জুলাই ২০১০ হতে ডিসেম্বর ২০১৭ মেয়াদে “ফেলোশিপ অন সাইন্স এন্ড আইসিটি” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হয়। উক্ত প্রকল্পের আওতায় এমএস ৫০ জন, পিএইচডি দেশে ৬০ জন, পিএইচডি বিদেশে ১০০ জন এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে ১১ জন সহ সর্বমোট ২২১ জনকে ফেলোশিপ প্রদান করা হয়। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন ২০১৬ প্রণয়ন করা হয় এবং উক্ত আইনের আওতায় বিগত ৪ মে ২০১৬ তারিখে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট গঠন করা হয়। ট্রাস্ট্র গঠনের পর থেকে অদ্যাবধি ৫১৮ জনকে দেশে ও বিদেশে ফেলোশিপ প্রদান করা হয়েছে যার মধ্যে ৩৩৪ জন ইতোমধ্যে তাদের অধ্যয়ন সমাপ্ত করেছেন এবং ১৮৪ জনের অধ্যয়ন ও গবেষণার কাজ চলমান রয়েছে।